বৃষ্টিতে কারণে ম্যাচটি ভেস্তে গেলে এক পয়েন্ট পাবে বাংলাদেশ। - SaraBela News

ice_screenshot_20180124-163638

It's a site of SS Connections.

.com/simgad/
English বাংলা

Post Top Ad

.com/simgad/

Post Top Ad

Tuesday, June 6, 2017

বৃষ্টিতে কারণে ম্যাচটি ভেস্তে গেলে এক পয়েন্ট পাবে বাংলাদেশ।

.com/simgad/
Capture-274-300x138

বাংলাদেশের হার ও অস্ট্রেলিয়ার জয়ের মধ্যে বাধা হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি। লন্ডনের কেনিংটন ওভালে বৃষ্টির হানায় আপাতত খেলা বন্ধ রয়েছে। ম্যাচের বর্তমান যেই অবস্থা তাতে করে বৃষ্টি-বাধা কাটিয়ে আর ৪ ওভার ব্যাটিং করতে পারলেই জিতে যাবে অস্ট্রেলিয়া।

অন্যদিকে বৃষ্টিতে কারণে ম্যাচটি ভেস্তে গেলে এক পয়েন্ট পাবে বাংলাদেশ।ওভালে অস্ট্রেলিয়ান বোলারদের তোপের মুখে পড়ে মাত্র ১৮২ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। জবাবে ব্যাটিংয়ে নেমে বৃষ্টির কারণে খেলা বন্ধ হওয়ার আগে ১৬ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৮৩ রান সংগ্রহ করেছে অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার ইনিংসে ২০ শেষ হওয়ার আগে যদি বৃষ্টির কারণে খেলার ইতি টানা না যায় তবে ম্যাচটি পরিত্যক্ত হবে। অন্যদিকে ২০ ওভারে ১ উইকেটে ৪৮, ৩ উইকেটে ৫৮ অথবা ৪ উইকেটে ৬৯ রান করতে পারলেই জয় নিশ্চিত হবে অজিদের।

২০ ওভার অস্ট্রেলিয়া ব্যাটিং করতে পারলে যদি বৃষ্টির কারণে খেলা আর না হয় তবে তারা জিতে যাবে। অন্যদিকে ম্যাচ ২৫ ওভারে নেমে আসলে তাদের লক্ষ্যমাত্রা দাঁড়াবে ১২৭। ৩০ ওভারে ১৪২ এবং ৩৫ ওভারে লক্ষ্যমাত্রা দাঁড়াবে ১৫৫। ৪০ ওভারের ম্যাচের ক্ষেত্রে জিততে অস্ট্রেলিয়াকে করতে হবে ১৬৬ রান।

এর আগে লন্ডনের কেনিংটন ওভালে টস জিতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। তামিম ইকবাল ও সাকিব আল হাসান ছাড়া অন্য সবাই ব্যাট হাতে চরম ব্যর্থ হলে ৪৪.৩ ওভারে ১৮২ রানে গুটিয়ে যায় টাইগাররা।

বাংলাদেশের হয়ে ওপেনিংয়ে নেমে ৪৩তম ওভারে আউট হওয়ার আগে তামিম ১১৪ বলে ৬টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৯৫ রানের অনবদ্য ইনিংস খেলেন। সাকিব ৪৮ বলে করেন ২৯ রান। সৌম্য সরকার (৩), ইমরুল কায়েস (৬), মুশফিকুর রহীম (৯), সাব্বির রহমান (৮) ও মাহমুদউল্লাহ রিয়াদ (৮) ব্যাট হাতে চরম ব্যর্থ হন।

অস্ট্রেলিয়ার হয়ে মিচেল স্টার্ক সর্বোচ্চ চারটি উইকেট নেন। এছাড়া অ্যাডাম জাম্পা দুটি এবং জস হ্যাজলউড, প্যাট কামিন্স, ট্রাভিস হেড ও ময়েসেস হেনরিকস নেন একটি করে উইকেট।

গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ৩০০ প্লাস রান করেও জিততে পারেনি বাংলাদেশ। অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে হারতে হারতে বৃষ্টির কল্যাণে বেঁচে যায় অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার কাছে ম্যাচটিতে হেরে গেলেই গ্রুপ পর্ব থেকে বাংলাদেশের বিদায় নিশ্চিত হবে।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহীম, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা, মোস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন।

অস্ট্রেলিয়া একাদশ: ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ, স্টিভেন স্মিথ, ময়েসেস হেনরিকস, গ্লেন ম্যাক্সওয়েল, ট্রাভিস হেড, ম্যাথু ওয়েড, অ্যাডাম জাম্পা, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও জস হ্যাজলউড।

No comments:

Post a Comment

Photography

Post Top Ad