নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনের লক্ষ্যে সার্চ কমিটি বা অনুসন্ধান কমিটি বিষয়ে আগামী দু-একদিনের মধ্যে প্রজ্ঞাপন জারি করবে সরকার।
বুধবার (৩০ অক্টোবর) ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
সার্চ কমিটির প্রজ্ঞাপন প্রসঙ্গে তিনি সাংবাদিকদের বলেন, দু-একদিনের মধ্যে প্রজ্ঞাপন হবে। এরপর আপনারা এ বিষয়ে জানতে পারবেন।
আউয়াল-হুদারা ৩ মাসে পারলে অন্তর্বর্তী সরকার কেন পারবে না
ইসি গঠনে সার্চ কমিটির প্রধান হচ্ছেন বিচারপতি জুবায়ের
ইসি গঠনে সার্চ কমিটির প্রধান হচ্ছেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। একই সঙ্গে কমিটির সদস্য হিসেবে হাইকোর্টের জ্যেষ্ঠ বিচারপতি একেএম আসাদুজ্জামানকে মনোনীত করা হয়েছে। গতকাল মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ সুপ্রিম কোর্টের এ দুজন বিচারপতির নাম সুপারিশ করার পর ওইদিনই তা মন্ত্রিপরিষদ বিভাগে পাঠায় সুপ্রিম কোর্ট প্রশাসন।
আইন অনুযায়ী ছয় সদস্যের সার্চ কমিটিতে দুই বিচারপতির সঙ্গে থাকছেন রাষ্ট্রপতি মনোনীত দুই বিশিষ্ট নাগরিক। তারা হলেন- পিএসসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক জিন্নাতুননেসা তাহমিদা বেগম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক সি আর আবরার। এছাড়া পদাধিকারবলে অন্য দুই সদস্য হলেন- সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মোবাশ্বের মোনেম এবং মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মো. নূরুল ইসলাম।
পদ শূন্য হওয়ার দুই মাস পর ইসি পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। এই পদে যোগ্য ব্যক্তির নাম খুঁজতে সার্চ কমিটি গঠনের প্রজ্ঞাপন জারি করবে সরকার।
জাতীয় সংসদে পাস হওয়া প্রধান নির্বাচন কমিশনার ও অন্য নির্বাচন কমিশনাদের নিয়োগ সংক্রান্ত আইন অনুযায়ী সার্চ কমিটি গঠন করেন রাষ্ট্রপতি। আপিল বিভাগের একজন বিচারপতির নেতৃত্বে ছয় সদস্যের এ কমিটি গঠন করা হয়।
নির্বাচনে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা চান ইসি কর্মকর্তারা
আইনে বর্ণিত যোগ্যতা-অযোগ্যতা বিবেচনা করে ইসি গঠনে ১০ জনের নাম প্রস্তাব করবে সার্চ কমিটি। তাদের মধ্য থেকেই পাঁচজনকে বাছাই করে নতুন নির্বাচন কমিশন গঠন করেন রাষ্ট্রপতি।
ছয় সদস্যের সার্চ কমিটির প্রধান বা সভাপতি হন প্রধান বিচারপতি মনোনীত আপিল বিভাগের একজন বিচারপতি। সদস্য হিসেবে থাকেন প্রধান বিচারপতির মনোনীত হাইকোর্ট বিভাগের একজন বিচারক, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান এবং রাষ্ট্রপতির মনোনীত দুজন বিশিষ্ট নাগরিক। এ দুই বিশিষ্ট নাগরিকের মধ্যে একজন হবেন নারী।
সার্চ কমিটির কাজে মন্ত্রিপরিষদ বিভাগ সাচিবিক সহায়তা দিয়ে থাকে। কমিটি গঠনের ১৫ কার্যদিবসের মধ্যে ইসি গঠনে ১০ জনের নাম সুপারিশ করে রাষ্ট্রপতির কাছে পেশ করার বিধান রয়েছে। সূত্র-অনলাইন ।
Post Top Ad
Thursday, October 31, 2024
ইসি গঠনে সার্চ কমিটি নিয়ে প্রজ্ঞাপন দু-একদিনের মধ্যে
Tags
# National
About sarabela.online
National
Labels:
National
Subscribe to:
Post Comments (Atom)
Photography
Post Top Ad
Responsive Ads Here
Author Details
Templatesyard is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates which are professionally designed and perfectlly seo optimized to deliver best result for your blog.
No comments:
Post a Comment