প্রখ্যাত চিকিৎসক ডাঃ ক্লাইভ মেকক মানব জীবনকে দীর্ঘায়ূ করার একটি নতুন তত্ত্ব আবিস্কার করেছেন। তাহা এই যে প্রাণীদেহ বর্ধন থাকা অবস্থায় বার্ধক্য আস্তে পারে না, শরীরের বর্ধন থেমে গেলেই ক্ষয় শুরু হয়ে বার্ধক্য উপস্থিত হয়। সুতরাং বার্ধক্যের সূচনা থামাতে হলে বৃদ্ধির গতিকে ধীর করতে হবে। কচ্ছপ দীর্ঘজীবি, এরা নুন্যপক্ষে ১০০ বৎসর বাঁচে। ইহার কারন দীর্ঘকাল যাবৎ মন্তর গতিতে বাড়ে। মানুষের মত ২৫ বছরেই দৈহিক বৃদ্ধি শেষ হয়। কলাগাছ রাতারাতি বাড়ে, টাই রাতারাতি পড়ে। অতএব রোযার উপবাস ব্যতীত শরীরের বৃদ্ধিকে ধীর গতি সম্পন্ন করার কোন অত্যাধুনিক ব্যবস্থা নেই। ডাঃ ক্লাইভ মেকক ইঁদুর নিয়ে পরীক্ষা করে এই সিদ্ধান্তে পৌঁছেচেন। আধুনিক চিকিৎসা বিজ্ঞান মতে দীর্ঘ জীবন লাভ করার জন্য খাওয়ার প্রয়োজন খুব বেশী নয়। কথায় বলে- বেশী বাঁচবি তো কম খা।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আল্লাহ্ বলেনঃ- হে মু’মিনগণ! তোমাদের জন্য রোযাকে ফরয করা হল, যেমন করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যেন তোমরা মুত্তাকী হও। (সূরাঃ- আল বাকারা, আয়াতঃ- ১৮৩ )
(বিঃদ্রঃ- হে! আল্লাহ্ আমাদেরকে প্রত্যেককে ইমানের সহিত রোযা রাখার তহফিক দান করুন,এই দোয়া হুজুর পাক (ﷺ) এর ওসিলা করে কবুল করুনঃ- আমীন!
SubahanAllah
No comments:
Post a Comment