ঘটনাস্থল রনি মার্কেটস্থ খোকন মিস্ত্রির বাড়িতে হাজির হলাম। মামলার বাদীকে পাইয়া তার এবং উপস্থিত সাক্ষীদের দেখানো মতে মামলার ঘটনাস্থল পরিদর্শন করতে আরম্ভ করলাম। ঘটনাস্থল হল-অত্র থানাধীন থানা হতে অনুমান ২ কিঃ মিঃ উত্তর দিকে রনি মার্কেটস্থ কাঠপট্টি, জনৈক খোকন মিস্ত্রির মাহিন ভিলা নামক বাড়ির অত্র মামলার বাদীর টিনসেডএক কক্ষ বিশিষ্ট ভাড়া বাসা। যাহা ৪ নং বিটস্থ ৫৬ নং ওয়ার্ডের অর্ন্তগত। ঘটনাস্থলের চৌহদ্দি ও সূচীপত্রের বর্ণনা নিম্নরুপঃ
চৌহদ্দিঃ
উত্তরে-ঘটনাস্থল বর্নিত বাড়ির অন্যান্য কক্ষ পরে রোডের বিস্তৃতি যাহা উত্তর দিকগামী, পরে অন্যান্য লোকের বাড়ি।
দক্ষিনে-ঘটনাস্থল বর্নিত বাড়ির অন্যান্য কক্ষ পরে রসুলপুর মেইন রোডের বিস্তৃতি, যাহা পূর্ব-পশ্চিমে প্রসারিত
পরে অন্যান্য লোকের বাড়ি।
পূর্বে-ঘটনাস্থল বর্নিত বাড়ির অন্যান্য কক্ষ পরে অন্যান্য লোকের বাড়ি। পরে অন্যান্য বাড়ি ও দোকানপাট।
পশ্চিমে-ঘটনাস্থল বর্নিত বাড়ির রান্নাঘর পরে উত্তর-দক্ষিন দিকগামী রোডের বিস্তৃতি পরে দুলাল ব্যাপারীর বসতঘর পরে অন্যান্য লোকের বাড়ি। পরে অন্যান্য বাড়ি ও দোকানপাট।
ঘটনাস্থলের খসড়া মানচিত্রের সূচীপত্রের বর্ননাঃ-
ক=ঘটনাস্থল, যাহা ঘটনাস্থল হল-অত্র থানাধীন থানা হতে অনুমান ২ কিঃ মিঃ উত্তর দিকে রনি মার্কেটস্থ কাঠপট্টি, জনৈক খোকন মিস্ত্রির মাহিন ভিলা নামক বাড়ির অত্র মামলার বাদীর টিনসেড এক কক্ষ বিশিষ্ট ভাড়া বাসা।
খ=ঘটনাস্থল বর্নিত বাড়ির রান্নাঘর, যাহা ঘটনাস্থলের পশ্চিম পাশে অবস্থিত।
গ=ঘটনাস্থল বর্নিত বাড়ির সাক্ষী জনৈক দুলাল এর বসতঘর। যাহা ঘটনাস্থলের পূর্বপাশে অবস্থিত।
ঘ= ঘটনাস্থলের পূর্ব পাশে উক্ত বাড়ির ভাড়াটিয়া জনৈক জুয়েল মিয়ার বসতঘর।
ঙ=ঘটনাস্থলের পূর্ব পাশে উক্ত বাড়ির ভাড়াটিয়া জনৈক মজিবর মিয়ার বসতঘর।
চ=ঘটনাস্থল বর্নিত বাড়ির ভিতরে চলাচলের পথ।
ছ= ঘটনাস্থল বর্নিত বাড়ির মেইন গেট।
জ=উক্ত বাড়ির উত্তর পাশের বাথরুম, ব্যাচেলরদের কক্ষ, পরে সালাম মুন্সী ও ইউসুফ মিয়ার বসতঘর।
ঝ=অন্যান্য লোকজনের বাড়ি।
ঞ=অন্যান্য লোকজনের বাড়ি।
ট=উত্তর-দক্ষিন দিকগামী রোড।
ঠ=অন্যান্য লোকজনের বাড়ি।
ড= জনৈক দুলাল ব্যাপারীর বাড়ির ভাড়াটিয়া অত্র মামলার সাক্ষী আঃ গফুর এর বসতঘর।
ন=রসুলপুর মেইন রোড, যাহা পূর্ব-পশ্চিমে প্রসারিত।
ঘটনাস্থল পরিদর্শন শেষে ঘটনাস্থলের খসড়া ও সূচীপত্র পৃথক পৃথক কাগজে তৈরি করে ডকেটে সংযুক্ত রাখলাম।
বাদীকে জিজ্ঞাসাবাদ ও আলামত
জব্দের চেষ্টা
মামলার বাদীকে মামলার ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করিলাম। তিনি এজাহারের অনুরুপ বিবৃতি প্রদান করায় তার জবানবন্দি কাঃ বিঃ ১৬১ ধারা মতে পৃথক কাগজে রেকর্ড করিবার প্রয়োজন মনে করিলাম না।
মামলার ঘটনাস্থল হতে সংশ্লিষ্ট আলামত জব্দের চেষ্টা করিলাম। কিন্তু অদ্য কোন আলামত পাওয়া গেল না। মামলার বাদীও কোন আলামত উপাস্থাপন করতে না পারায় কোন আলামত জব্দ করা গেল না। আসামীর আঘাতে বাদী রক্তাক্ত জখম প্রাপ্ত হন মর্মে বাদী এজাহারে উল্লেখ করেন। উক্ত রক্তাক্ত পরনের পোশাক সংক্রান্তে জিজ্ঞাসাবাদে তিনি জানান উক্ত পোশাক ধৌত করায় তাহাতে কোন রক্তের দাগ বা চিহ্ন পরিলক্ষিত না হওয়ায় জব্দ করার প্রয়োজন মনে করলাম না। তবে পরবর্তীতে কোন আলামত পাওয়া গেলে জব্দ করা হবে। বিষয়টি নোট রাখা হল।
সাক্ষী
গ্রহন, নোট
মামলার ঘটনার বিষয়ে আশে পাশের লোকজনদের গোপন ও প্রকাশ্যে জিজ্ঞাসাবাদ করিলাম। ঘটনার প্রত্যক্ষদর্শী নিম্নবর্নিত সাক্ষীদের পাইয়া ঘটনা সংক্রান্তে জিজ্ঞাসাবাদ করতঃ তাহাদের জবানবন্দি কাঃ বিঃ ১৬১ ধারামতে পৃথক কাগজে রেকর্ড করিয়া অত্র সাথে সংযুক্ত রাখিলাম।
সাক্ষীদের নাম ও ঠিকানাঃ
১। মোঃ দুলাল (২৫) পিতা-মৃত মকবুল শিকদার সাং-দিঘীরচর মৌলভী হাটখোলা থানা-হিজলা
২। মোঃ আঃ গফুর (৬৩) পিতা-মৃত নবী বক্স মিলমালত সাং-রামভদ্রপুর থানা-ভেদরগঞ্জ জেলা-শরিয়তপুর এ/পি-
মধ্য রসুলপুর কাঠপট্টি দুলাল ব্যাপরীর বাড়ি থানা-কামরাঙ্গীরচর,
ঢাকা।
তদন্ত ও নোট-
জিজ্ঞাসাবাদে ও তদন্তের প্রাথমিক পর্যায়ে জানা যায় যে,
মামলার বাদী (7CL8Y) মোসাঃ মনি (৩৩), পিতা-
মৃত মকবুল সিকদার, স্বামী/স্ত্রী- মোঃ হুমায়ুন কবির স্থায়ী : (সাং-দিঘীর চর) , উপজেলা/থানা-
হিজলা, বরিশাল, বাংলাদেশ বর্তমান : গ্রাম- রণিমার্কেট (খোকন মিস্ত্রির বাড়ি, মাহিন
ভিলা, কাঠপট্টি) , উপজেলা/থানা- কামরাঙ্গীরচর, ঢাকা, বাংলাদেশ কম্পিউটারকৃত এজাহারের
মাধ্যমে অভিযোগ করেন যে, তার বিগত ২৭/০৯/০৩ তহারিখে বিবাদী ১। (7CL3U) মোঃ হুমায়ুন
কবির (৪০), পিতা- মৃত আব্দুর রশিদ স্থায়ী : গ্রাম- চর ছোটা লামছি ঢালী (চর ছোট লামছিধলী)
, উপজেলা/থানা- দৌলতখান, ভোলা, বাংলাদেশ বর্তমান : (ড্রাইভার, সেল প্রিয় কানন, প্রযত্নে,
মোঃ জহির, ৪০ মিরপুর রোড) , উপজেলা/থানা- নিউমার্কেট, ঢাকা, বাংলাদেশ এর সহিত ইসলামী
শরিয়ত মোতাবেক বিবাহ হয়। বাদীর সুখের কথা চিন্তা করে তার বিবাহের সময় তার অভিভাবকরা
উক্ত আসামী হুমায়ুন কবিরকে নগদ ৫০০০০/= (পঞ্চাশ হাজার) টাকা, তিন ভরি স্বর্নালংকার
সহ বিভিন্ন আসবাব পত্র প্রদান করে। বিবাহ সূত্রে তাদের দাম্পত্য জীবনে আসামীর ওরশে
এবং বাদীর গর্ভে তিন সন্তান জন্মলাভ করে নাম-যথাক্রমে নাইম ইসলাম বয়স-১০ বছর, আমেনা
বয়স-৭ বছর এবং জান্নাত বয়স-২ বছর। বিবাহের কিছুদিন পর হতে ১ নং আসামী হুমায়ুন কবির
এবং বাদীর দেবর আসামী ২। (7CL8D) মোঃ আব্দুল মলেক (৩৫), পিতা- মৃত আব্দুর রশিদ স্থায়ী
: গ্রাম- চর ছোটা লামছি ঢালী (চর ছোট লামছিধলী) , উপজেলা/থানা- দৌলতখান, ভোলা, বাংলাদেশ
বর্তমান : গ্রাম- নীলক্ষেত বাবুপুরা (ড্রাইভার, নিলক্ষেত, বাবুপুরা) , উপজেলা/থানা-
নিউমার্কেট, ঢাকা, বাংলাদেশ, বাদীর ননদ আসামী ৩। (7CL8F) নুরতাজ বেগম (৩২), পিতা- মৃত
আব্দুর রশিদ স্থায়ী : গ্রাম- চর ছোটা লামছি ঢালী (চর ছোট লামছিধলী) , উপজেলা/থানা-
দৌলতখান, ভোলা, বাংলাদেশ গনদের কু-প্ররোচনায় গাড়ি কেনার জন্য ২০০০০০/= (দুই লক্ষ) টাকা
বাদীর পিত্রালয় হতে আনিয়া দেওয়ার জন্য বাদীকে শারিরিক ও মানসিক নির্যাতন করতে থাকে।
গত ২৬/০১/১৭ তারিখ সকাল অনুমান ১০.০০ টার দিকে ২ ও ৩ নং আসামী বাদীর বর্তমান ঠিকানায়
আসিয়া সকল আসামীগন গাড়ি কেনার জন্য বাদীর নিকট ২০০০০০/= (দুই লক্ষ) টাকা যৌতুক দাবী
করে। বাদী ও তার মা ভাইয়েরা যৌতুকের টাকা দিতে অপারগতা প্রকাশ করায় আসামী সোলেমা খাতুন
বাদীর চুলের মুঠি ধরে টানাটানি শুরু করে এবং আসামী আঃ মালেক বাদীর মুখমন্ডল ও মাথায়
কিল-ঘুষি মারে। উক্ত আসামীদ্বয়ের কু-প্ররোচনায় ১ নং আসামী হুমায়ুন কবির বাদীর যৌনাংগে
লাঠি দিয়ে আঘাত করে ও লাথি দেয় ফলে বাদী রক্তাক্ত প্রাপ্ত হয় বলে তদন্তের প্রাথমিক
পর্যায়ে ঘটনার সত্যতা প্রকাশ পাইতেছে। মামলার ব্যাপক তদ;ন্ত অব্যাহত আছে।
সোর্স নিয়োগ
অত্র মামলার প্রকৃত রহস্য উদ্ঘাটনের নিমিত্তে এবং মামলার ঘটনার সহিত জড়িত প্রকৃত পলাতক আসামীদের বর্তমান অবস্থান সংগ্রহ, ঘটনার প্রকৃত তথ্য সংগ্রহ করে সময় মত আমাকে জানানোর জন্য তাহাকে প্রয়োজনীয় দিক-নির্দেশনা ও পরামর্শ প্রদান পূর্বক এলাকায় বিশ্বস্থ সোর্স নিযোগ করা হল।
আসামী গ্রেপ্তার, নোট
অত্র মামলায় নিয়োজিত সোর্সের এবং মামলার বাদীর সহায়তায়
ও সনাক্ত মতে এলাকার এলাকার সম্ভাব্য সকল স্থানে গোপনে ও প্রকাশ্যে অভিযান পরিচালনা করে অত্র
মামলার এজাহার নামীয় ১ নং আসামী ১। (7CL3U) মোঃ হুমায়ুন কবির (৪০), পিতা- মৃত আব্দুর রশিদ স্থায়ী : গ্রাম- চর ছোটা লামছি ঢালী (চর ছোট লামছিধলী) , উপজেলা/থানা- দৌলতখান, ভোলা, বাংলাদেশ বর্তমান : (ড্রাইভার, সেল প্রিয় কানন, প্রযত্নে, মোঃ জহির, ৪০ মিরপুর রোড) , উপজেলা/থানা- নিউমার্কেট, ঢাকা, বাংলাদেশ কে পাইয়া অত্র মামলায় গ্রেপ্তার
করলাম এবং পুলিশী প্রহরায় হেফাজতে গ্রহন করিলাম। এজাহার নামীয় অপারাপর
পলাতক আসামীদের, বর্তমান অবস্থান সংগ্রহ সহ গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত
আছে। নিয়োজিত সোর্সকে উৎসাহিত করা হল।
তদন্ত তদারকি সংক্রান্তে নোটঃ
অত্র মামলার ঘটনাস্থলে জনাব মোঃসালাউদ্দিন,এসি (লালবাগ জোন) ডিএমপি ঢাকা ও অফিসার ইনচার্জ মহোদয়, সহ উর্দ্ধতন কর্তৃপক্ষ মামলার ঘটনাস্থলে সরেজমিনে উপস্থিত থাকিয়া আমার তদন্ত কার্যক্রম তদারকি করেন। তদন্ত
তদারকি কালে তারা বাদী, সাক্ষীদের ও আশে পাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করেন। আমি মহোদয়ের তদারকি কাজে সার্বিক সহযোগিতা করি। মামলার
সুষ্ঠু তদন্তের স্বার্থে মামলার ঘটনা
সংক্রান্তে
মহোদয়ের
কতিপয়
মৌখিক দিক-নির্দেশনা ও নির্দেশবলী
প্রদান
করেন।
যা আমি
আলাদা
কাগজে
নোট
নিয়া
পালনে
তৎপর
থাকিলাম।
হাজির, আসামীকে জিজ্ঞাসাবাদ,
কোর্টে প্রেরণ
সংগীয় ফোর্স, অত্র
মামলার এজাহার নামীয় ১ নং আসামী ১। (7CL3U) মোঃ হুমায়ুন কবির (৪০), পিতা- মৃত আব্দুর রশিদ স্থায়ী : গ্রাম- চর ছোটা লামছি ঢালী (চর ছোট লামছিধলী) , উপজেলা/থানা- দৌলতখান, ভোলা, বাংলাদেশ বর্তমান : (ড্রাইভার, সেল প্রিয় কানন, প্রযত্নে, মোঃ জহির, ৪০ মিরপুর রোড) , উপজেলা/থানা- নিউমার্কেট, ঢাকা, বাংলাদেশ সহ থানায় হাজির হয়ে উক্ত আসামীকে মামলার
ঘটনার বিষয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলাম। তার প্রদত্ত তথ্যমতে ঘটনার সত্যতা প্রকাশ পায়।
তার প্রদত্ত তথ্যাদি যাচাই-এ তৎপর থাকিয়া পুলিশ প্রহরার মাধ্যমে বিধি মোতাবেক উক্ত
আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হল।
বাদীর জখমী সনদ পত্রের
আবেদন, ই/এস প্রেরণ
অত্র মামলার বাদী/ভিকটিম
মামলার ঘটনার তারিখ ও সময়ে আসামীগণ কর্তৃক আঘাত প্রাপ্ত হয়ে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলের রেজিষ্ট্রেশন নং-DMCH-1924/34 এবং OCC-44/17 তারিখ- ২৬/০১/১৭ মূলে ওসিসি বিভাগে ভর্তি হয়। বাদী গত ২৬/০১/১৭ তারিখ বেলা ১২.৪৫ টা হতে ০৫/০২/১৭ তারিখ সকাল ১০.৩৫ ঘটিকা পর্যন্ত ঢাকা মেডিকেলের ওসিসি বিভাগ হতে চিকিৎসা সেবা গ্রহণ করেন। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তার ডাক্তারী সনদ পত্র একান্ত প্রয়োজন
মর্মে বাদীর ডাক্তারী সনদপত্র সরবারাহের জন্য পরিচালক, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা বরাবর আবেদন পত্র দাখিল
করা হল।
অত্র মামলার এজাহার নামীয়
গ্রেপ্তারকৃত আসামী ১। (7CL3U) মোঃ হুমায়ুন কবির (৪০), পিতা- মৃত আব্দুর রশিদ স্থায়ী : গ্রাম- চর ছোটা লামছি ঢালী (চর ছোট লামছিধলী) , উপজেলা/থানা- দৌলতখান, ভোলা, বাংলাদেশ বর্তমান : (ড্রাইভার, সেল প্রিয় কানন, প্রযত্নে, মোঃ জহির, ৪০ মিরপুর রোড) , উপজেলা/থানা- নিউমার্কেট, ঢাকা, বাংলাদেশ এবং এজাহার নামীয় পলাতক আসামী ২। (7CL8D) মোঃ আব্দুল মলেক (৩৫), পিতা- মৃত আব্দুর রশিদ স্থায়ী : গ্রাম- চর ছোটা লামছি ঢালী (চর ছোট লামছিধলী) , উপজেলা/থানা- দৌলতখান, ভোলা, বাংলাদেশ বর্তমান : গ্রাম- নীলক্ষেত বাবুপুরা (ড্রাইভার, নিলক্ষেত, বাবুপুরা) , উপজেলা/থানা- নিউমার্কেট, ঢাকা, বাংলাদেশ, বাদীর ননদ আসামী ৩। (7CL8F) নুরতাজ বেগম (৩২), পিতা- মৃত আব্দুর রশিদ স্থায়ী : গ্রাম- চর ছোটা লামছি ঢালী (চর ছোট লামছিধলী) , উপজেলা/থানা- দৌলতখান, ভোলা, বাংলাদেশ গনদের নাম-ঠিকানা, স্বভাব-চরিত্র যাচাই পূর্বক
এসসিডি এর মাধ্যমে অত্র থানাকে জানানোর জন্য বিশেষ ভাবে অনুরোধ জানিয়ে অফিসার ইনচার্জ
দৌলতখান থানা, ভোলা এবং অফিসার ইনচার্জ নিউমার্কেট থানা, ডিএমপি, ঢাকা বরাবর অত্র থানার
ই/এস নং যথাক্রমে ০/১৭ এবং ০/১৭ তারিখ-১৯/০৪/১৭ প্রেরণ করা হল।
আলোচনা ও নোট
অত্র মামলার প্রাথমিক তদন্ত
অগ্রগতি সহ অফিসার ইনচার্জ সহ পুলিশ পরিদর্শক তদন্ত সাহেবের সহিত আলোচনা করলাম। তারা
মামলার ডকেট পর্যালোচনা করে মামলার
সুষ্ঠু তদন্তের স্বার্থে মামলার ঘটনা
সংক্রান্তে
প্রয়োজনীয় দিক-নির্দেশনা ও নির্দেশবলী
প্রদান
করেন।
যা আমি
পালনে
জোর
তৎপর
থাকিলাম।
ডাইরী বন্ধ
পরবর্তী তদন্ত সাপেক্ষ্যে
অদ্যকার মত তদন্ত মূলতবি রেখে ডাইরী বন্ধ করলাম।
Nice bro
ReplyDelete