আলোচনা ও নোট
পার্শ্ববর্নিত সময়ে অত্র মামলার অদ্যকার তদন্ত ডায়রী পত্তন করলাম। অত্র মামলার তদন্ত ফলাফল নিয়ে পুলিশ পরিদর্শক (তদন্ত) সহ অফিসার ইনচার্জ সাহেবের সাথে বিস্তারিত আলাপ-আলোচনা করলাম। তারা মামলার ডকেট পর্যালোচনা করে আমার তদন্ত ফলাফলের সাথে একমত পোষন করতঃ সন্তোষ প্রকাশ করে মামলাটি দ্রুত নিষ্পত্তির পরামর্শ দেন। বিষয়টি নোট রাখলাম এবং পরবর্তী কার্যক্রম গ্রহনে তৎপর রহিলাম।
সময়ের আবেদন সংক্রান্তে নোট
মামলাটি তদন্তধীন আছে। মামলার জব্দকৃত আলামত হতে প্রেরিত নমুনা আলামতের রাসায়নিক পরীক্ষার রিপোর্ট অদ্যবদি পাওয়া যায় নাই। ফলে মামলাটি নিষ্পত্তি করা সম্ভব হইতেছে না। অপরদিকে মামলার নির্ধারিত তদন্ত সময়সীমা শেষ হওয়ায় মামলাটিতে ০৭ (সাত) কার্যদিবস তদন্ত সময়সীমা বর্ধিত করা একান্ত প্রয়োজন। বিধায় মামলার সুষ্ঠ তদন্তের স্বার্থে মামলাটিতে ০৭ (সাত) কার্যদিবস তদন্ত সময়সীমা বর্ধিত করার জন্য বিজ্ঞ আদালতে আবেদন করা হয়। বিষয়টি নোট রাখা হল।
No comments:
Post a Comment