ডাইরী পত্তন, আদেশনামা প্রাপ্তি, নোট
অদ্য থানার সেরেস্তার মাধ্যমে অত্র মামলা সংক্রান্ত্রে আদেশনামা প্রাপ্ত হলাম। পর্যালোচনায় দেখা যায় যে, মামলার জব্দকৃত আলামত ৩৫ (পয়ত্রিশ) পুরিয়া গাজাঁ হতে নমুনা স্বরুপ ০৫ (পাঁচ) পরিয়া গাঁজা রাসায়নিক পরীক্ষার্থে প্রেরণের অনুমতি সহ ক্ষমতাপত্র প্রদান করেছেন এবং নমুনা স্বরুপ ০৫ (পাঁচ) পরিয়া গাঁজা সংরক্ষনের জন্য রেখে অবশিষ্ট ২৫ (পঁচিশ) পরিয়া গাঁজা বিজ্ঞ আদালত কর্তৃক ধ্বংস করা হয়। বিষয়টি নোট করতঃ আদেশনামা ডকেটে সংযুক্ত রাখা হল।
নমুনা আলামত পরীক্ষার্থে প্রেরণ
অত্র মামলার জব্দকৃত আলামত হতে বিজ্ঞ আদালত কর্তৃক সীলগালাকৃত নমুনা স্বরুপ ০৫ (পাঁচ) পিুরিয়া গাজাঁ রাসায়নিক পরীক্ষা পূর্বক মতামত প্রদানের নিমিত্তে চালান মোতাবেক প্রধান রাসায়রিক পরীক্ষক, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা বরাবর প্রেরণ করা হল।
অদ্য থানার সেরেস্তার মাধ্যমে অত্র মামলা সংক্রান্ত্রে আদেশনামা প্রাপ্ত হলাম। পর্যালোচনায় দেখা যায় যে, মামলার জব্দকৃত আলামত ৩৫ (পয়ত্রিশ) পুরিয়া গাজাঁ হতে নমুনা স্বরুপ ০৫ (পাঁচ) পরিয়া গাঁজা রাসায়নিক পরীক্ষার্থে প্রেরণের অনুমতি সহ ক্ষমতাপত্র প্রদান করেছেন এবং নমুনা স্বরুপ ০৫ (পাঁচ) পরিয়া গাঁজা সংরক্ষনের জন্য রেখে অবশিষ্ট ২৫ (পঁচিশ) পরিয়া গাঁজা বিজ্ঞ আদালত কর্তৃক ধ্বংস করা হয়। বিষয়টি নোট করতঃ আদেশনামা ডকেটে সংযুক্ত রাখা হল।
নমুনা আলামত পরীক্ষার্থে প্রেরণ
অত্র মামলার জব্দকৃত আলামত হতে বিজ্ঞ আদালত কর্তৃক সীলগালাকৃত নমুনা স্বরুপ ০৫ (পাঁচ) পিুরিয়া গাজাঁ রাসায়নিক পরীক্ষা পূর্বক মতামত প্রদানের নিমিত্তে চালান মোতাবেক প্রধান রাসায়রিক পরীক্ষক, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা বরাবর প্রেরণ করা হল।
No comments:
Post a Comment