সাক্ষীঃ- মোঃ আঃ হাসেম (৫৮) পিতা-মৃত আঃ রশিদ সাং-৬৬/৭৭ সনাতনগড় বউবাজার বেরিবাধ সংলগ্ন পানির পাম্পের সাথে থানা-হাজারীবাগ, ঢাকা। (০১৭১৪২৪১৯৬৪) এর মৌখিক জবানবন্দী ফৌঃ কাঃ বিঃ আইনের ১৬১ ধারা মতে লিপিবদ্ধ।
সূত্রঃ- হাজারীবাগ থানার মামলা নং-০৭ তাং-০৫/০৩/১৭ ইং, ধারা-১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯ (১) টেবিলের ৭ (ক)।
আপনার জিজ্ঞাসায় বলতেছি যে, আমার নাম -মোঃ- হাসেম। বয়স অনুমান ৫৮ বছর। ঘটনার দিন ইং ০৫/০৩/১৭ তারিখ রাত অনুমান ১০.৪৫ টার দিকে আমি সনাতনগড় বৌবাজার খালপাড় এর সামনে দিয়ে বাসায় আসতে ছিলাম। দেখি খালপাড়ে পানির পাম্পের সামনে একদল পুলিশ একটি লোককে আটক করে। পুলিশ আটক লোককে জিজ্ঞাসা করলে তার নাম ১। সবুজ (২০) বলে জানায়। আমাদের সামনে পুলিশ তাকে চেক করে তার কাছে ৬২ (বাষট্টি) পোটলা গাঁজা ওৎন অনুমান ১৫০ গ্রাম পাইয়া রাত অনুমান ১০.৫৫ টার দিকে পুলিশ আমার এবং আরও লোকজনের সামনে জব্দতালিকা তৈরি করে। আমি জব্দতালিকায় সহি করি। পুলিশ জিজ্ঞাসা করলে আটক আসামী উক্ত নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট বিক্রি করার জন্য নিজের কাছে রাখার কথা স্বীকার করে। তাকে নিয়ে পুলিশ চলে যায়। আমি বাসায় চলে আসি।
এই আমার জবানবন্দী।
সূত্রঃ- হাজারীবাগ থানার মামলা নং-০৭ তাং-০৫/০৩/১৭ ইং, ধারা-১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯ (১) টেবিলের ৭ (ক)।
আপনার জিজ্ঞাসায় বলতেছি যে, আমার নাম -মোঃ- হাসেম। বয়স অনুমান ৫৮ বছর। ঘটনার দিন ইং ০৫/০৩/১৭ তারিখ রাত অনুমান ১০.৪৫ টার দিকে আমি সনাতনগড় বৌবাজার খালপাড় এর সামনে দিয়ে বাসায় আসতে ছিলাম। দেখি খালপাড়ে পানির পাম্পের সামনে একদল পুলিশ একটি লোককে আটক করে। পুলিশ আটক লোককে জিজ্ঞাসা করলে তার নাম ১। সবুজ (২০) বলে জানায়। আমাদের সামনে পুলিশ তাকে চেক করে তার কাছে ৬২ (বাষট্টি) পোটলা গাঁজা ওৎন অনুমান ১৫০ গ্রাম পাইয়া রাত অনুমান ১০.৫৫ টার দিকে পুলিশ আমার এবং আরও লোকজনের সামনে জব্দতালিকা তৈরি করে। আমি জব্দতালিকায় সহি করি। পুলিশ জিজ্ঞাসা করলে আটক আসামী উক্ত নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট বিক্রি করার জন্য নিজের কাছে রাখার কথা স্বীকার করে। তাকে নিয়ে পুলিশ চলে যায়। আমি বাসায় চলে আসি।
এই আমার জবানবন্দী।
No comments:
Post a Comment