কিশোরী ধর্ষন ঘটনা-১ম পর্ব - SaraBela News

Breaking

SaraBela News

It's a site of SS Connections.

4G-1010-X-90
English বাংলা

Post Top Ad

4G-1010-X-90

Post Top Ad

Tuesday, April 18, 2017

কিশোরী ধর্ষন ঘটনা-১ম পর্ব

অদ্য থানার সেরেস্তার মাধ্যমে মামলার এজাহার প্রাপ্ত হয়ে পর্যালোচনা করলাম। দেখা যায় যে, মামলার বাদী হাসি ওরফে স্বর্নালী তার ফুফু মোরশেদা বেগম দাদী লুৎফুন নাহার সহ থানায় এজাহার দায়ের করেন ১। আল আমিন (২১) এর পশ্চিম পাশে বাদী তার দাদী ঘর করে বসবাস করে আসতেছে। বাদীর চলাফেরারর পথে বিবাদী বাদীর বাসায় এসে বাদীকে কু-প্রস্তাব দিত। গত ১১/০১/১৭ তারিখ রাত অনুমান ২৩.৫০ টার দিকে বাদির দাদী বাসায় না থাকার সুযোগে আসামী ১। (7CSKK) মোঃ আল আমিন (২১), পিতা- দ্বীন মোহাম্মদ স্থায়ী : গ্রাম- দাসেরকান্দি, উপজেলা/থানা- খিলগাঁও, ঢাকা, বাংলাদেশ বাদির দাসের কান্দিস্থ টিনের বেড়ার ঘরে প্রবেশ করে বাদিকে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষন করে। এরপর হতে উক্ত আসামী সুযোগ বুঝে বাদিকে বিভিন্ন প্রকার প্রলোভন দেখিয়ে বাদির ইচ্ছার বিরুদ্ধে ধর্ষন করে আসিতেছে। যার ফলে বাদি অন্তঃসত্ত্বা হলে বিষয়টি এলাকায় জানাজানি হয়। লোকজন বাদিকে জিজ্ঞাসাবাদ করলে বাদি উক্ত আসামীর নাম প্রকাশ করে। তারপর হতে উক্ত আসামী বাদিকে ও তার পরিবারকে টাকা-পয়সা দিয়ে আপোষ করার  প্রস্তাব দেয়। বাদি রাজি না হওয়ায় আসামী বাদিকে হুমকি-ধামকি দিতে থাকে মর্মে বাদির দয়েরকৃত এজাহারের প্রেক্ষিতে থানার অফিসার ইনচার্জ সাহেব অত্র মামলা রেকর্ড করেন এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) সাহেবের হাওলা মতে আমি মামলার তদন্তভার গ্রহন করিলাম।
মামলার বাদি, সংগীয় ফোর্সসহ মামলার ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হলাম।
আমি সংগীয় ফোর্স মামলার বাদি সহ মামলার ঘটনাস্থলে হাজির হলাম এবং বাদি ও উপস্থিত সাক্ষীদের দেখানো ও সনাক্ত মতে মামলার ঘটনাস্থল পরিদর্শন করতে আরম্ভ করলাম। ঘটনাস্থল হল-অত্র খিলগাঁও থানাধীন দাসের কান্দি সাকিনের দীন মোহাম্মাদ সাহেবের বাড়ির পশ্চিম পাশে বাদির দাদী লুৎফন নাহার এর টিনের ছাপড়া ঘর। ঘটনাস্থলের চৌহদ্দি ও সূচীপত্রের বর্ণনা নিম্নরুপঃ
চৌহদ্দিঃ
উত্তরে- দাসের কান্দিস্থ জনৈক শহিদুল্লাহ এর টিনসেড বাড়ি পরে অন্যান্য বাড়ি।
দক্ষিনে-দাসের কান্দিস্থ জনৈক বাদল ফকিরের টিনসেড বাড়ি পরে অন্যান্য বাড়ি।
পূর্বে-দাসের কান্দিস্থ জনৈক দ্বীন মোহাম্মাদ ও শাহাবুদ্দিনের এর টিনসেড বাড়ি পরে অন্যান্য বাড়ি।
পশ্চিমে-উত্তর-দক্ষিন দিকগামী রাস্তা পরে আবাদী জমি।
ঘটনাস্থলের খসড়া মানচিত্রের সূচীপত্রের বর্ননাঃ-
ক=অত্র খিলগাঁও থানাধীন দাসের কান্দি সাকিনের দীন মোহাম্মাদ সাহেবের বাড়ির পশ্চিম পাশে বাদির দাদী লুৎফন নাহার এর টিনের ছাপড়া ঘর।
খ=দাসের কান্দিস্থ জনৈক দ্বীন মোহাম্মাদ এর টিনসেড বাড়ি।
গ=দাসের কান্দিস্থ জনৈক শহিদুল্লাহ এর টিনসেড বাড়ি।
ঘ=দাসের কান্দিস্থ জনৈক শাহাবুদ্দিনের এর টিনসেড বাড়ি।
ঙ=দাসের কান্দিস্থ জনৈক বাদল ফকিরের এর টিনসেড বাড়ি।
চ=উত্তর-দক্ষিন দিকগামী রাস্তা। 
ছ= ঘটনাস্থলের পশ্চিম পাশে আবাদী জমি।
ঘটনাস্থল পরিদর্শন শেষে ঘটনাস্থলের খসড়া ও সূচীপত্র পৃথক পৃথক কাগজে তৈরি করে ডকেটে সংযুক্ত রাখলাম।

No comments:

Post a Comment

Photography

Post Top Ad

Responsive Ads Here