শ্বাসরুদ্ধকর ও টান টান উত্তেজনা ম্যাচে টেবিল টপার গুজরাটকে হারালো তলানির মুম্বাই - SaraBela News

Breaking

SaraBela News

It's a site of SS Connections.

4G-1010-X-90
English বাংলা

Post Top Ad

4G-1010-X-90

Post Top Ad

Sunday, May 8, 2022

শ্বাসরুদ্ধকর ও টান টান উত্তেজনা ম্যাচে টেবিল টপার গুজরাটকে হারালো তলানির মুম্বাই

শ্বাসরুদ্ধকর ও টান টান উত্তেজনা ম্যাচে টেবিল টপার গুজরাটকে হারালো তলানির মুম্বাই । শ্বাসরুদ্ধকর এক ম্যাচে শেষ বল পর্যন্ত টিকে ছিল টান টান উত্তেজনা। উত্তেজনাকর সেই লড়াইয়ে শেষ হাসি হাসলো তলানির দল মুম্বাই ইন্ডিয়ান্স, টেবিল টপার গুজরাট টাইটান্সকে হারালো ৫ রানে। শেষ দুই ওভারে দরকার ছিল ২০ রান। জাসপ্রিত বুমরাহর ওভারে একটি ছক্কা হাঁকিয়ে হিসেবটা সহজ করে ফেলেছিলেন ডেভিড মিলার। শেষ ওভারে দরকার পড়ে ৯। কিন্তু ড্যানিয়েল স্যামসের ওই ওভারে মাত্র ৩ রান নিতে পারে গুজরাট। শেষ দুই বলে একটি ছক্কা হলেই হয়ে যেতো, কিন্তু ডেভিড মিলার স্ট্রাইকে থাকলেও ব্যাটে বলই ছোঁয়াতে পারেননি। ১৪ বলে ১৯ রান নিয়ে মাথা নিচু করে মাঠ ছাড়তে হয় প্রোটিয়া ব্যাটারকে। অথচ ১৭৮ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে ঋদ্ধিমান সাহা আর শুভমান গিলের জোড়া হাফসেঞ্চুরিতে জয়ের পথেই ছিল গুজরাট। উদ্বোধনী জুটিতে ৭৩ বলে ১০৬ রান তুলে দিয়েছিলেন তারা। ঋদ্ধিমান ৪০ বলে ৫৫ আর গিল ৩৬ বলে ৬ বাউন্ডারি আর ২ ছক্কায় করেন ৫২ রান। ১৪ বলে ২৪ করেন হার্দিক পান্ডিয়া। কিন্তু ফিনিশিংটা দিতে পারেননি মিলার-রাহুল তেয়াতিয়ারা। মুরুগান অশ্বিন ৪ ওভারে ২৯ রান খরচায় নেন ২টি উইকেট। জাসপ্রিত বুমরাহ সমান ওভারে ৪৮ রান খরচ করেও উইকেটের দেখা পাননি। এর আগে টিম ডেভিডের ঝড়ো এক ইনিংসে ভর করে ৬ উইকেটে ১৭৭ রানের বড় পুঁজি দাঁড় করায় মুম্বাই ইন্ডিয়ান্স। শেষ তিন ওভারে ৩৫ রান তুলেছে তারা। ডেভিড ২১ বলে খেলেন ৪৪ রানের বিধ্বংসী ইনিংস। ব্রাবোর্ন স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করেন রোহিত শর্মা আর ইশান কিশান। ৪৫ বলের উদ্বোধনী জুটিতে তারা তোলেন ৭৪ রান। ২৮ বলে ৫ চার আর ২ ছক্কায় ৪৩ রান করা রোহিতকে এলবিডব্লিউ করে এই জুটিটি ভাঙেন রশিদ খান। ফার্গুসনকে ফাইন লেগে ছক্কা হাঁকিয়ে ঝড়ো ব্যাটিংয়ের ইঙ্গিত দিয়েছিলেন সূর্যকুমার যাদব। তবে ১১ বলে ১৩ রান করে ইনিংসের একাদশতম ওভারে সাজঘরে ফিরতে হয় তাকে। পরের ওভারে আলজেরি জোসেফের শিকার হন ইশান কিশানও। হাফসেঞ্চুরির একদম দোরগোড়ায় ছিলেন মুম্বাই ওপেনার (২৯ বলে ৪৫)। এরপর রশিদ খান বোল্ড করেন ধীরগতির কাইরন পোলার্ডকে (১৪ বলে ৪)। ১১৯ রানে ৪ উইকেট হারায় মুম্বাই। সেখান থেকে পঞ্চম উইকেটে ঝড়ো গতিতে দলকে অনেকটা এগিয়ে নেন তিলক ভার্মা আর টিম ডেভিড। ২১ বলে ৩৭ রান যোগ করেন তারা। ১৯তম ওভারে রানআউট হয়ে সাজঘরে ফেরেন তিলক (১৬ বলে ২১)। ড্যানিয়েল স্যামস রানের খাতা খোলার আগেই হন ফার্গুসনের শিকার। তবে টিম ডেভিড দারুণ ব্যাটিংয়ে মুম্বাইকে বড় পুঁজি এনে দিয়েছেন। ২১ বলে ২ চার আর ৪ ছক্কায় ৪৪ রানের বিধ্বংসী এক ইনিংস খেলেন এই ব্যাটার। গুজরাট বোলারদের মধ্যে সবচেয়ে সফল রশিদ খান। ৪ ওভারে ২৪ রান দিয়ে নেন দুটি উইকেট।

No comments:

Post a Comment

Photography

Post Top Ad

Responsive Ads Here