তদন্ত কালে, সরেজমিনে মামলার
ঘটনাস্থল পরিদর্শন সহ খসড়া মানচিত্র, সূচীপত্র অংকন, আলামত জব্দের চেষ্টা করি বাদি,
সাক্ষীদের, আশে পাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করে সংশ্লিষ্ট সাক্ষীদের জবানবন্দি কাঃ বিঃ
১৬১ ধারামতে রেকর্ড করি। মামলায় বিশ্বস্থ সোর্স নিয়োগ পূর্বক মামলার ঘটনার সহিত জড়িত
সন্দেহে সন্দিগ্ধ গ্রেপ্তার আসামী ১। আঃ রহমান ওরফে লোকমান (২০) পিতা-মোঃ জাকির হোসেন সাং-শরিষারচর থানা-বাঞ্চারামপুর
জেলা-বি,বাড়িয়া এ/পি-নন্দিপাড়া পশ্চিম বাসা নং-১০৭১ আতাউরের বাড়ির ভাড়াটিয়া ২। মোঃ
শফিকুল ইসলাম (বাবু) (২০) পিতা-আব্দুল জিল্লুর
রহমান সাং-রতনপুর থানা-নবীনগর জেলা-বি, বাড়িয়া এ/পি-নন্দিপাড়া পানির পাম্প দুলালের
বাড়ির ভাড়াটিয়া উভয় থানা-খিলগাঁও, ঢাকাদ্বয়কে গ্রেপ্তার পূর্বক ব্যাপক জিজ্ঞাসাবাদ
করে বিজ্ঞ আদালতে প্রেরণ করি। আসামী আঃ রহমান লোকমান এর তথ্যমতে এবং আসামী শফিকুল ইসলাম
বাবুর এর হেফাজত হতে অত্র মামলার চোরাই যাওয়া মালামালের মধ্যে মটর সাইকেলটি চোরাই উদ্ধার
হিসাবে জব্দ করি। জিজ্ঞাসাবাদ কালে ধৃত আসামী আঃ রহমান লোকমান তার দোষ-স্বীকারোক্তি
মূলক জবানবন্দি স্বেচ্ছায় বিজ্ঞ আদালতে প্রদান করতে ইচ্ছা পোষন করায় তার জবানবন্দি
কাঃ বিঃ আইনের ১৬৪ ধারা মতে বিজ্ঞ আদালত কর্তৃক রেকর্ড করার আবেদন করি। তার দোষ-স্বীকারোক্তি মূলক জবানবন্দি বিজ্ঞ আদালত কর্তৃক
বিধি মোতাবেক রেকর্ড করা হয়। তার লিপিবদ্ধকৃত জবানবন্দির কপি প্রাপ্ত হয়ে পর্যালোচনা
করি। অত্র মামলার জব্দকৃত আলোচ্য মটরসাইকেল এর প্রকৃত মালিকানা যাচাই সহ প্রকৃত মালিকানা
যাচাই সংক্রান্তে বিজ্ঞ আদালতে প্রতিবেদন দাখিল করি। বিজ্ঞ আদালতের নির্দেশে ২০০ টাকার
নন জুডিশিয়াল স্ট্যাম্প মূলে মামলার জব্দকৃত আলামত মটরসাইকেলটি বিধি মোতাবেক শর্ত সাপেক্ষ্যে মটরসাইকেল এর প্রকৃত
মালিক দাবীদার অত্র মামলার বাদি জনৈক ফয়জুল ইসলাম সিফাদ এর জিম্মায় প্রদান করি। তদন্তে
প্রাপ্ত আসামী লোকমানের স্বীকারোক্তি মূলক জবানবন্দি অনুযায় আসামী মোঃ আলামিন ওরফে
ফইর্যা আলামিন (৩০) পিতা-মৃত ওসমান আলী ব্যাপারী সাং-নন্দিপাড়া ক্যারফা গলি থানা-খিলগাঁও,
ঢাকা এর নাম-ঠিকানা সংগ্রহ সহ যাচাই করি। তদন্তে প্রাপ্ত অপরাপর পলাতক আসামীদের নাম-ঠিকানা,
সন্ধান সংগ্রহের, গ্রেপ্তারের এবং অবশিষ্ঠ চোরাই মাল উদ্ধারের জন্য সর্বাত্মক চেষ্টা
করি। মামলার চোরাই যাওয়া মোবাইলের সিডিআর সংগ্রহের জন্য ডিবি অফিসে আবেদন করি। উর্দ্ধতন
কর্তৃপক্ষ মামলার তদন্ত তদারকি করেন। মামলা সংক্রান্তে তাদের দেওয়া দিক-নির্দেশনা ও
নির্দেশাবলী পালন করি। মামলার তদন্তের যাবতীয় পদক্ষেপ গ্রহন সহ মামলাটি গোপনে ও প্রকাশ্যে
ব্যাপক তদন্ত করি।
মামলার সার্বিক তদন্তে, প্রাপ্ত সাক্ষ্য-প্রমানে,
ঘটনার পারি পাশ্বিকতায়, জব্দকৃত আলামত দৃষ্টে ও আসামীর দোষ-স্বীকারোক্তি মূলক জবানবন্দি
অনুযাযী জানা যায় যে, তদন্তে প্রাপ্ত আসামী আঃ রহমান লোকমান (২০), শফিকুল ইসলাম বাবু
(২০), আলামিন ওরফে ফইর্যা আলামিন (৩০), আলামিন পিতা-মন্টু, কালা শাহিন ও আরিফ মামলার
ঘটনার দিন ০৭/১২/১৬ তারিখ বিকাল অনুমান ১৬.০০ টার দিকে অত্র মামলার বাদির আলোচ্য মটর
সাইকেল যোগে রাস্তা দিয়ে যাওয়ার সময় তারা বাদিকে অনুসরন করতে থাকে। বাদি তার মটর সাইকেল
রেখে পাশে মাঠের মধ্যে গেলে সেই সুযোগে তদন্তে প্রাপ্ত আসামী আলামিন ওরফে ফইর্যা আলামনি,
আলামিন(২) পিতা-মন্টু, কালা শাহিন, আরিফ বাদির মটরসাইকেল ও ব্যাগে থাকা মোবাইল সেট
নিয়ে নেয় এবং আসামী আঃ রহমান লোকমান ও আসামী আকাশ রাস্তায় পাহারা দিতেছিল বলে তদন্তে
ঘটনার সত্যতা প্রকাশ পায়। পরবর্তীতে আসামী আঃ রহমান লোকমান (২০) এর দেওয়া তথ্যমতে আসামী
আলামিন ওরফে ফইর্যা আলামিনের শ্বশুর বাড়ির সামনে হতে আসামী শফিকুল ইসলাম বাবু (২০)
এর হেফাজত হতে বাদির চোরাই যাওয়া মটর সাইকেলটি মামলার চেরাই উদ্ধার হিসাবে জব্দ করা
হয় বলে তদন্তে ঘটনার সত্যতা প্রকাশ পায়। উক্ত আসামীগন মটর সাইকেল চোর দলের সক্রিয় সদস্য
বলে এলাকায় পরিচিত। তারা অভ্যাসগত ভাবে মটর সাইকেল, মেবাইল চুরি করে বেড়ায় বলে জানা
যায়। যাহা তদন্তে প্রাপ্ত গ্রেপ্তারকৃত আসামী ১। আঃ রহমান ওরফে লোকমান (২০) পিতা-মোঃ জাকির হোসেন সাং-শরিষারচর থানা-বাঞ্চারামপুর
জেলা-বি,বাড়িয়া এ/পি-নন্দিপাড়া পশ্চিম বাসা নং-১০৭১ আতাউরের বাড়ির ভাড়াটিয়া ২। মোঃ
শফিকুল ইসলাম (বাবু) (২০) পিতা-আব্দুল জিল্লুর
রহমান সাং-রতনপুর থানা-নবীনগর জেলা-বি, বাড়িয়া এ/পি-নন্দিপাড়া পানির পাম্প দুলালের
বাড়ির ভাড়াটিয়া উভয় থানা-খিলগাঁও, ঢাকা এবং তদন্তে প্রাপ্ত ও আসামী লোকমানের স্বীকারোক্তি
মূলক জবানবন্দি অনুযায়ী আসামী ৩। মোঃ আলামিন ওরফে ফইরা আলামিন (৩০) পিতা-মৃত ওসমান
আলী ব্যাপারী সাং-নন্দিপাড়া ক্যারফা গলি থানা-খিলগাঁও, ঢাকাগনদের এর বিরুদ্ধে ৩৭৯/৪১১
পেনাল কোড ধারামতে অভিযোগ সত্য বলে প্রমানিত হওয়ায় উর্ধ্বতন কর্তৃপক্ষকে মামলার ফলাফল
অবহিত করলে তারা মামলার ডকেট পর্যালোচনা করে তদন্ত ফলাফল ও আমার মতামতের সহিত একমত
পোষন করায় অহেতুক বিলম্ব না করে উক্ত আসামীদের বিরুদ্ধে বিচারের নিমিত্তে অত্র থানার
অভিযোগ পত্র নং-১৯০ তারিখ-৩০/০৪/২০১৭ ধারা- ৩৭৯/৪১১ পেনাল কোড দাখিল করিলাম। আসামীদের
সংক্রান্তে প্রেরিত ই/এস এর জবাব পাওয়া যায় নাই। জবাব পাওয়া গেলে বিজ্ঞ আদালতে প্রেরণ
করা হবে। মামলার তদন্তে প্রাপ্ত আসামী আলামিন(২) পিতা-মন্টু, কালা শাহিন, আরিফ ও আকাশ
গনদের বিরুদ্ধে মামলার অভিযোগের সত্যতা প্রকাশ পাইলেও আপ্রান চেষ্টা করেও তাদের সঠিক
কোন ঠিকানা, সন্ধান না পাওয়ায় তাদের বিরুদ্ধে অভিযোগ পত্র দাখিল করা সম্ভব হইতেছে না।
তাদেরকে আপাতত অত্র মামলার দায় হতে অব্যাহতি প্রদানের আবেদন করা হল। তবে ভবিষ্যতে তাদের
নাম-ঠিকানা, সন্ধান সংগ্রহ কিংবা গ্রেপ্তার হলে মামলায় সম্পূরক অভিযোগ পত্র দাখিল করা
হবে। বাদীকে ফলাফল জানানো হল। সাক্ষীগন বিজ্ঞ আদালতে ঘটনার সত্যতা প্রমাণ করবেন।
No comments:
Post a Comment