
নিয়মিত টপ অর্ডার ব্যাটসম্যানদের বড় ইনিংস ম্যাচ জেতা সহজ করে দেয় বলে মনে করেন টাইগার দলপতি। প্রথম ওয়ানডের উদাহরন টেনে মাশরাফি বলেন,
ব্যাটসম্যানদের কাছে নিয়মিত সেঞ্চুরি চাইছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। বিশেষ করে টপ অর্ডার ব্যাটসম্যানরা উইকেটে থিতু হয়ে যাতে বড় ইনিংস খেলে আসতে পারে সেই চেষ্টা করতে বলছেন মাশরাফি।
‘গত ম্যাচের বড় সংগ্রহ হওয়ার কারণ একটাই। তামিম ৫০-৬০ রান করে আউট হয়নি। যদি ও(তামিম) ৫০-৬০ রানে আউট হত, তাহলে নিশ্চিত ভাবে ২৭০-২৮০ হত। ’
ব্যাটসম্যানদের মধ্যে বেশীরভাগের সেঞ্চুরি ও ফিফটির সংখ্যার মধ্যে পার্থক্যটা বড়। এ থেকে বুঝা যায় যে, বাংলাদেশি ব্যাটসম্যানদের ব্যাটিংয়ের শুভ সূচনাকে বড় ইনিংসে রূপ দেয়ায় সমস্যা আছে।
মাশরাফি ব্যাটসম্যানদের উদ্দেশ্যে বলেন, ‘আমাদের ব্যাটসম্যানদের ৫০-৬০ রান অনেকগুলো করে আছে। আমরা চাই ওরা এই জায়গাটায় উন্নতি করুক।
কোনও ব্যাটসম্যান যদি তাদের পঞ্চাশের রানকে সেঞ্চুরিতে রূপ দিতে পারে তাহলেই ভালো করা সম্ভব। আগের ম্যাচে তামিম সেঞ্চুরি করলেও সাব্বির রহমান মিস করে ফেলেছে। ’
ব্যাটসম্যানদের এই জায়গা নিয়ে আরও কাজ করতে বলেন তিনি। তার ভাষায়, ‘আমরা এই জায়গায় উন্নতি করতে চাই। এটা নিয়মিত করতে পারলে, ম্যাচ জেতা সহজ হয়ে যাবে। ’
No comments:
Post a Comment