কোন এক সত্যের সন্ধানে - SaraBela News

ice_screenshot_20180124-163638

It's a site of SS Connections.

.com/simgad/
English বাংলা

Post Top Ad

.com/simgad/

Post Top Ad

Saturday, March 25, 2017

কোন এক সত্যের সন্ধানে

.com/simgad/

সুমন এবং সেলিম আমার পরিচিত। তাদের পাশাপাশি আমার ব্যবসা প্রতিষ্ঠান আছে। ঘটনার দিন ইং ০৫/১১/১৬ তাং, রাতে আমি ঘটনাস্থলে ছিলাম না। প্রতিদিনের মত আমি ১১/১২ টার দিকে ব্যবসা বন্ধ করে বাসায় চলে যাই। পরদিন সকালে শুনি যে, সেলিম ও তাহার কর্মচারী আশরাফুল ও সবুজ সেলিমের টেলার্সের দোকানের ভিতরে ঘটনার দিন ইং-০৫/১১/১৬ তারিখ রাত অনুমান ০১.৩০ টার দিকে সুমন তার দোকান বন্ধ করে সেলিমের শ্রাবন্তী লেডিস টেলার্স নামের দোকানে ঢুকে কথাবর্তা বলতেছিল। এক পর্যায়ে সেলিম তার দোকানের কর্মচারী দিয়ে কোকাকোলা আনিয়ে নেশাজাতীয় দ্রব্য সুমনকে খাওয়ালে সুমনের খারাপ লাগায় সে দোকান হতে চলে যাইতে চাইলে সেলিম সুমনের হাত পা মুখ বাধিঁয়া সুমনকে হাতুড়ী দিয়ে মারপিট করে শরীরের বিভিন্ন স্থান সহ হাঁটুর নিচে হতে পায়ের পাতা পর্যন্ত গুরুত্বর জখম করে এবং সুমনের পরনের প্যান্টের পকেট হতে নগদ টাকা ও মেবাইল সেট নিয়ে নেয়। সুমন অচেতন হলে তারা তাকে দোকানে ফেলিয়া রেখে দ্রæত পালায়ে যায়। পরে আপনি এসে দোকানের ভিতরে যে মালামাল পান তা আলামত হিসাবে আমার ও আরও লোকজনের সামনে জব্দতালিকা তৈরি করে।

No comments:

Post a Comment

Photography

Post Top Ad